শিরোনাম
মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

২৯ জুন পর্যন্ত জরিমানা সুদ ছাড়াই কর দাখিলের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে আগামী ২৯ জুন পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই সকল শ্রেণির আয়করদাতা ও উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষের রির্টান দাখিলের সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। সংস্থাটি বলেছে- অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যে সব ক্ষেত্রে গত ২৬ মার্চ থেকে ৩০ মে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য সময়সীমা ২৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা জারি করা হয়। এতে আরও বলা হয়- আয়কর অধ্যাদেশের ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।

আয়কর কর্তৃপক্ষ, কর আপীলাত ট্রাইব্যুনাল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকমের জন্য সময়সীমা বৃদ্ধি করা হলো। ওই প্রমার্জিত সময়কালের জন্য কোনো প্রকার সুদ কিংবা জরিমানা প্রযোজ্য হবে না।

সর্বশেষ খবর