সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

২৩ নভেম্বর সম্প্রীতি দিবস পালনের দাবি

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণসহ ঘৃণিত কার্যকলাপে সমাজ ও দেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে বিপথগামী মানুষকে সুপথের দিকে নিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেছেন বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব। তিনি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সূচনায় অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক দিবসের মতো ২৩ নভেম্বর ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ পালনের দাবি জানান।

গতকাল সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর