শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শহীদ ডা. মিলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

শহীদ ডা. মিলন দিবস আজ

নব্বইয়ের গণঅভ্যুত্থানের মহান শহীদ, বিএমএ নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবাষিকী আজ। এরশাদবিরোধী গণআন্দোলনের উত্তাল পর্বে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন রাস্তায় সন্ত্রাসী বাহিনীর গুলিতে জাসদ নেতা ও তৎকালীন বিএমএর যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন শহীদ হন। ডা. মিলনের আত্মদানই এরশাদের পতন ত্বরান্বিত করে। এ উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটি ও জাতীয় যুব জোট, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের সমাধি, সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মিলনের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ ডা. মিলনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।

 এছাড়াও ভোর ৬ টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর