মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারি যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

করোনা সংকট মোকাবিলার অংশ হিসেবে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের যানবাহন ক্রয় স্থগিত করেছে সরকার। করোনার অর্থ সংকট মোকাবিলায় কৃচ্ছতাসাধনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত নভেম্বর অর্থবিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, কভিড-১৯ এর দ্বিতীয় দফা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছতাসাধন নীতির আলোকে সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সব ধরনের নতুন কিংবা প্রতিস্থাপক হিসেবে যানবাহন আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় অর্থ সংকট এড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রথম দফা করোনা মোকাবিলায়ও গত ৮ জুলাই ২০২০ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছিল সরকার।

সর্বশেষ খবর