মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাবি ক্যাম্পাসে মাইক্রো আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মৃদু সংঘর্ষের জেরে মাইক্রোবাসচালক ও তার সহযোগীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এনে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্্দীন হলের ভিতরে এ ঘটনা ঘটে। চাঁদা দাবিকারী ওই ছাত্রলীগ নেতার নাম পাপ্পু ঢালী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক। উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ধানমন্ডি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পাপ্পু ঢালীর মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের হালকা সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের জানালার গ্লাস ভেঙে যায় এবং পাপ্পুর হাত কেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাইক্রোবাসচালক মোস্তফা ও তার সহযোগী শাকিলকে গাড়িসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্্দীন হলে নিয়ে আসেন পাপ্পু। পরে ফোনে গাড়ির মালিক হাসানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। হাসান টাকা ছাড়াই গাড়ি ছাড়িয়ে নিতে এলে তাকেও মারধর করা হয়।

পরে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে প্রক্টরিয়াল টিম এসে তাদের শাহবাগ থানায় নিয়ে যান। সেখানে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষে সমঝোতা হয়। এ বিষয়ে জানতে চাইলে মাইক্রোবাসের মালিক হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ফোন পেয়ে এখানে এলে আমাকেও মারধর করা হয়। তারা ৫ লাখ টাকা চায়।’ তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন পাপ্পু। তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’ তাহলে মারধরের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘উভয় পক্ষে সমঝোতা হয়ে গেছে। আমরা কাউকে মারিনি।’

এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার কামাল উদ্দীন বলেন, ‘প্রক্টরিয়াল টিম গাড়িসহ থানায় নিয়ে এসেছিল। উভয় পক্ষে সমঝোতা হওয়ায় ছেড়ে দিয়েছি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই।’

সর্বশেষ খবর