শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্লভ গন্ধগোকুল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুর্লভ গন্ধগোকুল উদ্ধার

বগুড়ার শাজাহানপুর থেকে পূর্ণবয়স্ক দুর্লভপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বগুড়া বার্ড ক্লাবের সভাপতি তৌহিদ পারভেজ বিপ্লব ফোন দিয়ে জানান, একটি গন্ধগোকুল সি-ব্লকে কে বা কারা আটকে রেখেছে। খবর পেয়ে বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশনের (বিবিসিএফ) বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান স্থানীয়দের সহযোগিতায় প্রাণীটি উদ্ধার করে। বর্তমানে প্রাণীটির পরিচর্যা চলছে। সুস্থ হলে প্রাণীটিকে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে। এ বিষয়ে মিজানুর  রহমান বলেন, গন্ধগোকুল অত্যন্ত নিরীহ প্রাণী। মানুষ অপবাদ দিয়ে দিনের পর দিন এ প্রাণীটিকে হত্যা করছে। অথচ প্রাণীটি ফল খেয়ে থাকে।

বিবিসিএফের সভাপতি এস এম ইকবাল বলেন, এক সময় গন্ধগোকুল প্রচুর পাওয়া যেত। বর্তমানে মানুষের অসচেতনতায় প্রাণীটি তেমন চোখে পড়ে না। এখনই বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর