দুস্থজনের কল্যাণে ‘সেবা ফিটস’ ও ‘দানবীর’ নামে দুটি সফল উদ্যোগের জন্য মহারাষ্ট্র রাজ্যজুড়ে স্বনামখ্যাত খসরু পোয়াচা জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন। করোনা মহামারী মোকাবিলায় দৃষ্টান্তমূলক ভূমিকা পালনের জন্য ১৮ ডিসেম্বর তাঁকে এবং আরও ১১ জনকে পুরস্কৃত করেছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই পুরস্কার বিজয়ীদের অভিনন্দিত করেন। ৫৩ বছর বয়সী খসরু পোয়াচা রেলওয়ে কর্মচারী। ২০ বছর ধরে জনসেবায় কাজ করছেন। জনকল্যাণে তিনি প্রথম যে উদ্যোগ নেন তার নাম - ‘ইন্ডিয়ান ব্লাডডোনার্স ডটকম’। যার কাজ হলো দাতাদের কাছ থেকে রক্ত নিয়ে রোগীদের মধ্যে বণ্টন করা। কালক্রমে নেটওয়ার্কটি এতই দক্ষ হয়ে উঠেছে যে, এখন রক্ত জোগাড়ের জন্য রোগী ছুটে আসে না, রক্তদান করতে দাতাই ছুটে যায় রোগীর কাছে। খসরুর সব কাজে সহায়তা দেন তাঁর স্ত্রী ফারমিন ও মেয়ে সাত বছর বয়সী তানিশা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সেবা কিটস ও দানবীর নেটওয়ার্ক দানকৃত সামগ্রী দিয়ে চলে। তাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই। কারণ, এরা কারও থেকে টাকা নেয় না।
২০ বছর আগে একটি সংস্থার প্রধান বলেছিলেন, ‘পোয়াচা সাহেব, টাকা ছাড়া ভালো কাজ করা যায় না।’ খসরু পোয়াচা বলেন, ‘আমি প্রমাণ করেছি এই ভদ্রলোকের ধারণা ভুল।’