রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতে প্রথম পর্যায়ে তিন কোটি লোককে দেওয়া হবে বিনামূল্যে ভ্যাকসিন

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতে প্রথম পর্যায়ে ৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। গতকাল এ ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেন, প্রথম পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি লোকের ওপর করোনা টিকা প্রয়োগ করা হবে। এর মধ্যে রয়েছেন পুলিশ, সাফাই কর্মচারী। অবশিষ্ট ২৭টি স্তরের মানুষের ওপর টিকা প্রয়োগ করা হবে জুলাইয়ের মধ্যে। স্বাস্থ্যমন্ত্রী টুইট করেন, সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি পুনের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-জেনোটেক ও বায়োটেকের পরীক্ষার ফল শুক্রবার ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠিয়েছেন অনুমোদনের জন্য। পুনের সিরাম সংস্থার সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির চুক্তি আগেই স্বাক্ষরিত হয়েছে। সিরাম সংস্থার টিকা অনুমোদন পেলেই বাংলাদেশ প্রথমে এ টিকা ব্যবহার করতে পারবে। ডা. হর্ষবর্ধন গতকাল সকালে দিল্লির একটি হাসপাতালে করোনা ভ্যাকসিন পরীক্ষার কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ড্রাগ কন্ট্রোলার খুব শিগগিরই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেবেন। তিনি সতর্ক করে বলেন, টিকা ব্যবহার নিয়ে কোনো ধরনের গুজবে কাজ দেওয়া উচিত নয়। ভারতে প্রথমে যখন পোলিও টিকা দেওয়া শুরু হয় তখনো গুজব ছড়ানো হয়েছিল। তিনি আশ্বস্ত করেন মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ গ্যারান্টি দিয়েই পরীক্ষা করা হচ্ছে।

ভারতের সব প্রদেশে ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। করোনা মহামারীতে ভারতে এ পর্যন্ত ১ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তার মধ্যে দেড় লাখের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে করোনার নতুন স্টেইন ভাইরাসের সন্ধান মিলেছে। এতে ভারতের এ পর্যন্ত ২৯ জন আক্রান্ত হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের অধিকাংশ শহর ও রাজধানী দিল্লিতে নববর্ষ পালনে রাতে কারফিউ জারি করা হয়।

সর্বশেষ খবর