বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহকে এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে আছে, ভোরে কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা। এ ছাড়া জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর দলের সব অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, আবদুল খালেক প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর