শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজাকারপুত্রকে নেতা করায় ধুনট আওয়ামী লীগে তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনট উপজেলা আওয়ামী লীগের নতুন যুগ্ম-সম্পাদক এস এম মাসুদ রানাকে নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, রানার পিতা ইদ্রিস আলী ১৯৭১ সালে রাজাকার ছিলেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার এস এম জাকির হোসেন স্বাক্ষরিত একাত্তরে বেতন ও অস্ত্রপ্রাপ্ত ধুনট উপজেলার রাজাকারদের গেজেটভুক্ত যে তালিকা বগুড়ার জেলা প্রশাসক অফিস ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করে তাতে ৪৮ নম্বরে রয়েছেন ধুনট সদর ইউনিয়নের পাকড়িহাটা গ্রামের ইদ্রিস আলী। ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এস এম মাসুদ রানা। গত ২ ফেব্রুয়ারি ধুনট উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাকে প্রয়াত যুগ্ম-সম্পাদক জাহেদুর রহমান আজাদের স্থলাভিষিক্ত করা হয়। বর্ধিত সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এস এম মাসুদ রানা জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি ইউনিয়নের নির্বাচনে দাঁড়াবেন। তাই তার বিরুদ্ধে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন জানান, মাসুদ রানা অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সর্বশেষ খবর