শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ব্যক্তিগত তথ্যের ডাটাবেজ করতে চায় বিবিএস

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর পরিপ্রেক্ষিতে সব নাগরিকের শিক্ষাগত যোগ্যতা, বিবাহ, সন্তান সংখ্যাসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করবে বিবিএস। এখানে শিশু থেকে বৃদ্ধ সবার তথ্যই থাকবে। শিশু জন্মের পরপরই তার তথ্য সংগ্রহ করা হবে। তারপর বড় হতে হতে তার যেসব শিক্ষাগত যোগ্যতা, বিবাহ, সন্তান এমন সব তথ্যই হালনাগাদ করা হবে। এর নাম দেওয়া হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল (নিউজ) এ এস এম জাহীদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘পাঁচ বছরের হোক অথবা শূন্য বছরের হোক, জন্ম হওয়ার পর থেকেই তাকে এনপিআরে অন্তর্ভুক্ত করা হবে। সব মানুষের তথ্য একটা সূত্রে থাকবে। ব্যবহারকারীরা সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন। নির্বাচন কমিশন ১৮ বছরের বেশি বয়সীদের তথ্য এখান থেকে নিয়ে নিতে পারবে। তাহলে আর তাদের আলাদা করে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে না। তেমনি জন্ম-মৃত্যু নিবন্ধন যারা করছেন, তারাও এখান থেকে তথ্য নিতে পারবেন। যাদের বয়স শূন্য, তাদের তথ্য নিয়ে জন্মসনদ দিয়ে দিতে পারবেন তারা। যখনই যার প্রয়োজন হবে এখান থেকে তথ্য নিতে পারবেন। অনেক সময় কোন পরিবারের কে, কার সন্তান কে, কার সঙ্গে কার বিয়ে হয়েছিল এগুলো নির্ধারণ করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এটা হলে এ বিষয়ে অনেক জটিলতা কমে যাবে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করতে সক্ষম হব।’

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমাদের ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন থাকলে ঝামেলা হতো না। কার জন্ম কোথায়, কার বাবার নাম কী, জন্মের সময়ই এটা পরিষ্কার থাকত। তাহলে জটিলতা কম সৃষ্টি হতো। আমরা আশাবাদী, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন নিয়ে আমরা অগ্রসর হব। সবার সহযোগিতা চাইব, যাতে আমরা এটা সফলভাবে করতে পারি।’

সর্বশেষ খবর