শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইউনিয়নে সুষ্ঠু ভোট না হলে আন্দোলন

----------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিতব্য বাগেরহাট, বরিশাল ও ভোলা জেলাসহ বিভিন্ন স্থানে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের নমিনেশন পেপার জমা দিতে না দেওয়া এবং প্রার্থীদের আটকিয়ে রেখে নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবিলম্বে এ সমস্যার সমাধান করে হাতপাখার প্রার্থীদের নমিনেশন পেপার জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, প্রশাসন সমস্যা সমাধানে ব্যর্থ হলে ইসলামী আন্দোলন ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে তৃণমূলে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে বাধ্য হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যর্থ হলে গ্রাম পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর