রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা
নতুন গবেষণা

একবার করোনা হলে ছয় মাসের মুক্তি

প্রতিদিন ডেস্ক

নতুন এক গবেষণায় বলা হয়েছে, যিনি একবার অন্তত কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ভাইরাসটির নির্দিষ্ট সেই স্ট্রেন থেকে ন্যূনতম ছয় মাস নতুন করে আক্রান্ত হবেন না। ডেনমার্কে চার মিলিয়ন মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দ্য ল্যানসেট মেডিকেল জার্নাল পেশ করেছে এই স্বস্তিদায়ক তথ্য। সূত্র : বর্তমান। তবে ৬৫ বছরের ওপরের ব্যক্তিদের ক্ষেত্রে আক্রান্তের সম্ভাবনার কথা নিশ্চিত করা হয়নি। কভিড-১৯-এর নতুন স্ট্রেনগুলো সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে আসল স্ট্রেনের চাইতেও মারাত্মক কিনা তা গবেষণায় প্রকাশিত হয়নি।

তাই বারবার বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলার। গবেষণা বলছে, ডেনমার্কে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে পুনরায় আক্রান্ত হওয়ার সংখ্যা মাত্র ০.৬৫ শতাংশ। কিন্তু সেই তুলনায় স্বাভাবিক আক্রান্তের পরিমাণ ৩.২৭ শতাংশ। অনুসন্ধানকারীরা এটাও বলছেন, তরুণদের চাইতে বয়স্কদের সংক্রমণের আশঙ্কা বেশি। উল্লেখ্য, কভিড নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। বিভিন্ন জায়গায় করোনার নতুন স্ট্রেন নিয়ে চলছে গবেষণা। ভ্যাকসিন এসেছে। চলছে প্রয়োগও। তবে ধারাবাহিকভাবে চলছে এই অতিমারী ভাইরাসের গঠনগত চরিত্র ও তার পরিবর্তন। এরই মাঝে ডেনমার্কের চার মিলিয়ন মানুষের ওপরে করা এই গবেষণা অল্প হলেও স্বস্তির খবর।

সর্বশেষ খবর