বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আবদুল আউয়াল হেফাজতেই থাকছেন, মামুনুল হকসহ কেন্দ্রের হস্তক্ষেপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রায় ২ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আবদুল আউয়ালের মান অভিমান ভাঙানো হয়েছে। আপাতত জেলা আমিরের পদ থেকে ইস্তফা নেওয়ার যে ঘোষণা ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছেন আবদুল আউয়াল। এখন থেকে জেলা ও মহানগর নেতারা আগের মতোই একত্রে কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন বিরোধ মীমাংসা করতে আসা কেন্দ্রীয় নেতারা। ৩১ মার্চ বিকাল ৩টায় ডিআইটি মসজিদে আসেন হেফাজতে ইসলামের দুইজন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও মামুনুল হক। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা মনির হোসাইন কাশেমী, ফজলুল করিম প্রমুখ। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জের হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মহানগর ও জেলার নেতারা হরতালের দিনের পরিস্থিতি বর্ণনা করেন।

শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময়ে কোনো বিরোধ না ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

সর্বশেষ খবর