সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পরবর্তী ৯০ দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর কারণে পরবর্তী ৯০ দিনের মধ্যে লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল এ আসনে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল এ নির্বাচন স্থগিত করে কমিশন। গতকাল ইসির প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে-সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারে দেশে করোনা সংক্রমণ দৈব-দূর্বিপাকজনিত কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। এ অবস্থায় জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না, বিধায় পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিলের মধ্যে এ আসনে উপ-নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা ছিল। সেই হিসেবে ইসি এ নির্বাচনের তফসিলও দিয়েছিল। ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু করোনার কারণে এ নির্বাচন স্থগিত করা হয়।

সর্বশেষ খবর