শিরোনাম
শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফায়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের সদর দফতরে কেক কাটা হয়। এ সময় অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, তিনজন পরিচালক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস সদর দফতরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শাহজাহান শিকদার জানান, সদর দফতরের মতো সারা দেশেই ফায়ার সার্ভিসের জেলা অফিসগুলোয় একইভাবে সীমিত আকারে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিজস্ব মসজিদগুলোয় বাদ জুমা বিশেষ মোনাজাতে ফায়ার সার্ভিসসহ দেশের কল্যাণ কামনা করা হয়। সদর দফতর মসজিদে দোয়ায় অংশ নেন অধিদফতরের মহাপরিচালক ও পরিচালকরা। এ দিন দেশের সব ফায়ার স্টেশনে একই মেন্যুতে সবার জন্য দুপুরের খাবার পরিবেশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর