শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দরিদ্র মানুষের প্রতি মানবিক আচরণ করার আহ্বান পীর চরমোনাইর

নিজস্ব প্রতিবেদক

খেটে খাওয়া দরিদ্র মানুষের প্রতি প্রশাসনকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই বলেন, করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষ যারা পেটের দায়ে রিকশা চালায় কিংবা ফুটপাথে দোকান নিয়ে বসে তাদের প্রতি নির্দয় আচরণ খুবই দুঃখজনক। দরিদ্র মানুষ যারা একান্ত নিরুপায় হয়ে রিকশা চালায় বা অন্য কোনো কাজে বের হয়েছে তাদের প্রতি সদয় হওয়া প্রয়োজন। অনেক মানুষ লোকলজ্জার কারণে নীরবে নিভৃতে অসহায় যন্ত্রণা সহ্য করছে। এ ধরনের মানুষের প্রতি সদয় আচরণ এবং সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন। নিরীহ নিরপরাধ আলেম-ওলামা, সাধারণ মানুষকে গ্রেফতার এবং হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শ্রেণি ও পেশার মানুষই আজ নিরাপদ নয়।

সর্বশেষ খবর