শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আজ বাঁধনের পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ বাঁধনের পঞ্চম মৃত্যুবার্ষিকী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ভিপি আইরিন পারভীন বাঁধনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২৪ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাঁধন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী। এই দম্পতির একমাত্র সন্তান খান ইফতেশাম আবতাহি আরিয়ান। পরিবারের পক্ষ তার ছেলে এবং স্বামী ইসহাক আলী খান পান্না সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচনে ঢাবির শামসুন্নাহার হলে ছাত্রলীগ থেকে তিনি ভিপি নির্বাচিত হন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আইরিন পারভীন বাঁধন রাজপথের অন্যতম মেধাবী ছাত্রনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি ১১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ সিঙ্গাপুর হাইকমিশনে কাউন্সিলর হিসেবে চাকরিরত ছিলেন।

সর্বশেষ খবর