মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ছয় মাসের উপবৃত্তি ঈদের আগেই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা ছয় মাসের উপবৃত্তি পাবে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা একসঙ্গে পাবে তারা। একই সঙ্গে জামা-জুতা কেনা বাবদ এককালীন আরও ১ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা। জানা গেছে, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪০ লাখ খুদে শিক্ষার্থীকে এ উপবৃত্তি দেবে সরকার। করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর উপবৃত্তি কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ের বকেয়া অর্থ আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মায়ের মোবাইলে পৌঁছে যাবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর