মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

বিএমডিএর নির্বাহী পরিচালক হলেন আবদুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মো. আবদুর রশিদ। রবিবার তাকে নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপ-সচিব মীনাক্ষী বর্মন এ আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত আবদুর রশীদ নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর আগে ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে বিএমডিএর নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায়কে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব দেওয়া হয়। তারপরও তিনি বিএমডিএ ছাড়ছিলেন না। তাকে দ্রুত বদলির দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচির ডাকা দিয়েছিল বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তবে আগের দিনই শ্যাম কিশোরের স্থলে প্রকৌশলী আব্দুর রশীদকে পদায়ন করা হলো। তাই কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়।

সর্বশেষ খবর