সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

মানবিক কারণে ছাত্রদের জামিন দিন

-মেজর জেনারেল (অব.) ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম মানবিক কারণে ঈদের আগেই ছাত্র অধিকার পরিষদের গ্রেফতার ৫৪ নেতা-কর্মীর জামিন চেয়েছেন। তিনি বলেন, মানবিক কারণে হলেও যেন অতি দ্রুত গ্রেফতার এই ছাত্রদের জামিনের বন্দোবস্ত করা হয়। সরকার প্রধান ও প্রধান বিচারপতির কাছে এই আবেদন জানিয়ে তিনি বলেন, গ্রেফতার ছাত্রদেরকে যেন কোনো ক্রমেই আর রিমান্ডে না দেওয়া হয়।গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেজর জেনারেল (অব.) ইবরাহিম এ আহ্বান জানান। বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা বলেন, নিম্ন আদালত তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করছে বিধায়, আমরা এই আবেদন জানাচ্ছি। রমজান মাস ক্ষমা ও মহত্ত্ব প্রদর্শনের মাস, তাই আমরা মানবিকতার দৃষ্টিতে এই আবেদন বিবেচনার আহ্বান জানাচ্ছি। ঈদের আগেই ছাত্র অধিকার পরিষদের গ্রেফতার ৫৪ নেতা-কর্মী যেন জামিন পায়, তার বন্দোবস্তের নির্দেশ প্রদান করার জন্য সরকার প্রধান ও প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি।

সর্বশেষ খবর