রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এসএসসি শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে বেগুনবাড়ি ৪৭/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার বলছে, পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় ফাতেমাকে বাবা-মা বকাঝকা করেন। এ কারণে সে আত্মহত্যা করেছে। গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মাইনকারহাটে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ফাতেমা ছোট। মৃতের বাবা আবদুস সালাম বলেন, ফাতেমা তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল। ঠিকমতো পড়াশোনা না করে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকত। এ কারণে ফাতেমাকে আমি এবং তার মা প্রায়ই বকাঝকা করতাম। এতে সে অভিমানে নিজের রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় জানালার ফাঁকা দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ফাতেমাকে ঝুলতে দেখতে পাই। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর