শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্রীয় অনুষ্ঠানে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

জাতীয় মহিলা আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় অনুষ্ঠানে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদে মহিলা আইনজীবী সমিতি এই আহ্বান জানান।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি মনে করে যেহেতু গার্ড অব অনার একটি রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠান এজন্য গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে পদাধিকার বলে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতির কোনো বিকল্প নেই। সিডোওর অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে সর্বস্তরে নারীর সমতা ও অংশগ্রহণ নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। এসডিজির লক্ষ্য বাস্তবায়নে অবশ্যই সরকারকে নারী নীতিমালা মেনে নারীর সমতায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিশ্বাস করে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সর্বস্তরে নারীর সমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত হবে।

সর্বশেষ খবর