সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

গুলি ছুড়ে দুই গ্রামের সংঘর্ষ ঠেকাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোয়াইনঘাটে এক রিকশাচালককে মারধরের জের ধরে দুই গ্রামের কয়েক শ’ লোকজন সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে গোয়াইন ও সতি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এই আশঙ্কা তৈরি হয়েছিল। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সতি গ্রামের মনির উদ্দিনের ছেলে রিকশাচালক হারুন রশিদকে গোয়াইন বাজারে গোয়াইন গ্রামের এক লোক মারধর করেন। এর জের ধরে গতকাল সকালে সতি গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদ সংলগ্ন মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে গোয়াইন গ্রামের শতাধিক লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে ওই মাঠে যান। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিল। পুলিশ গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর