বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

ব্যাংক লেনদেনের সময় বাড়ল এক ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

বিধিনিষেধের মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে আগামী রবিবার বন্ধ থাকবে ব্যাংক। অন্যদিকে আগামী এক সপ্তাহের জন্য ব্যাংক লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে ১৪ জুলাই পর্যন্ত এক ঘণ্টা বাড়িয়ে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। যা আগে ছিল দুপুর দেড়টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে অত্যাবশ্যকীয় বিভাগসমূহ যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপ্যাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর