বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় দফা পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কভিড-১৯ মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফা পিছিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

গতকাল বিকভলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর  সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

পিছিয়েছে অধিভুক্ত কলেজগুলোর ভর্তি পরীক্ষাও : গতকাল ডিনস কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত  নেওয়া হয়।   পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ অক্টোবরের পরিবর্তে ২৯  অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর অনুষ্ঠিত  হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১০ জুলাই থেকে শুরু হয়েছে, তা চলবে আগামী ২০ অগাস্ট পর্যন্ত। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা ২ অক্টোবর নেওয়ায় সিদ্ধান্ত হয়েছে, যা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ভর্তি পরীক্ষা ২৭ আগস্টের পরিবর্তে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর