সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফকির আলমগীর লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

ফকির আলমগীর লাইফ সাপোর্টে

করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত দেন। ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব গণমাধ্যমকে জানান, গতকাল রাতে তাঁর বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসে। যার কারণে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মাশুক। কয়েক দিন ধরে জ্বর ও খুসখুসে কাশিতে ভোগার পর বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের একটি হাসপাতালে ফকির আলমগীরকে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। শ্বাসকষ্ট শুরু হলে তাকে গ্রিনরোডের একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময় নিবিড় পরিচর্যা আইসিইউ’র প্রয়োজন পড়লে সেখান থেকে তাঁকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাশুক আলমগীর জানিয়েছেন, তাঁর বাবার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে। হাসপাতালে ভর্তির পর দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। তাঁর বাবার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত। তাকে নল দিয়ে তরল খাবার দিতে হচ্ছে।

সর্বশেষ খবর