রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ

জাতির জনক শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি আন্তর্জাতিক মানের স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থে দেশের বরেণ্য রাজনীতিবিদ ও লেখকরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনীতি, তাঁর কঠোর ত্যাগ, দেশপ্রেম এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নবজাগরণের পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা হলেন তোফায়েল আহমেদ, আবদুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ বদরুল আহসান, আফসান চৌধুরি প্রমুখ।

স্মারকগ্রন্থটি বঙ্গবন্ধুকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ জীবনীগ্রন্থটি প্রকাশনায় ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এম এ কাসেম।

নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশা করেন নতুন প্রজন্মকে গ্রন্থটি অনুপ্রাণিত করবে।

প্রকাশনা সংস্থা ইউপিএল গ্রন্থটি প্রকাশ করে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর