শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আলু নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

‘আলু নিয়ে সক্রিয় সিন্ডিকেট’ শিরোনামে ১১ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সিইও মোহাম্মদ মাহফুজুল হক স্বাক্ষরিত প্রতিবাদপত্রে প্রতিবেদনের একটি অংশ- ‘সরকারের সংস্থাগুলোর কাছে আলু গছিয়ে দিতে এফবিসিসিআই নেতৃবৃন্দসহ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতারা অন্তত দুজন মন্ত্রীর দফতরে ধরনা দিয়েছেন’ তুলে ধরে এটিকে আপত্তিকর সংবাদ হিসেবে অভিহিত করেছেন। প্রতিবাদপত্রে এফবিসিসিআই আরও বলেছে, কভিড-১৯ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় কোল্ডস্টোরেজে আলু সংরক্ষিত আছে। বাজারে মূল্য কমে যাওয়ার আশঙ্কায় চাষিরা আলু কোল্ডস্টোরেজ থেকে ফেরত নিচ্ছেন না। অবিক্রীত আলু বাজারজাত ও রপ্তানি করে চাষিদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে দুই মন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই ও কোল্ডস্টোরেজের নেতারা সাক্ষাৎ করেছেন। 

প্রতিবেদকের বক্তব্য : ব্যবসায়ী নেতারা দুই মন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনায় আলু নিয়ে যেসব সুপারিশ করেছেন সে বিষয়গুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরির আগে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এমন কি কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্যবসায়ীরা যে সুপারিশ ও মজুদ সম্পর্কে তথ্য দিয়েছেন সেসবও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। প্রকৃত তথ্য হচ্ছে, ব্যবসায়ীরা গত বছরের মতো এবারও সরকারকে আলু কিনে নেওয়ার জন্য চাপ দেন। এমন কি সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবির মাধ্যমে আলু বিক্রির জন্যও প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে বৈঠক করেন। উপরন্তু মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে মজুদ আলু সরকারিভাবে কিনে যেন ত্রাণ, কাবিখা, ভিজিএফ, ওএমএস, রোহিঙ্গাদের মধ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রেশনে আলু বিতরণের উদ্যোগ নেওয়া হয় সে দাবিও জানান। তবে কৃষিমন্ত্রী গতবারের অভিজ্ঞতা তুলে ধরে ব্যবসায়ীদের জানিয়ে দেন, গত বছর করোনার শুরুর দিকে বিভিন্ন ত্রাণ কাজে, রোহিঙ্গাদের মধ্যে ও রেশনে বিতরণের উদ্যোগ গ্রহণ করায় আলুর ব্যবহার অনেক বেশি হয়েছিল এবং শেষদিকে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

 

সর্বশেষ খবর