বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু দেশের ছয় স্থানে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মোহাম্মপুরের টাউনহল, লালমনিরহাট, পটুয়াখালী, মাগুরার মোহাম্মদপুর, বাগেরহাটের চিতলমারীর হিজলা এবং মোল্লাহাটে এনআরবিসি ব্যাংক উপশাখার কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ঢাকার মোহাম্মদপুরের টাউনহল উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক দেশের ৬০০টি স্থানে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি সরকারি বিভিন্ন সেবার বিল ও রাজস্ব সংগ্রহ করছে। সরকার ঘোষিত গ্রামকে শহরায়ন কর্মসূচি বাস্তবায়নের  জন্য  কৃষক, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋণ চালু করা হয়েছে।

সর্বশেষ খবর