বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি

আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন সোমবার থেকে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হওয়ার পর সিফাতের সাক্ষ্য নেওয়া হচ্ছে। কিন্তু তাকে গতকাল জেরা করতে পারেননি আসামিপক্ষের আইনজীবীরা। আজ সকাল থেকে তাকে জেরা করা যাবে বলে জানিয়েছেন মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম।

সাক্ষ্য গ্রহণকালে মামলার ১৫ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

পিপি ফরিদুল আলম জানান, সাক্ষ্য গ্রহণ ২৪ ও ২৫ আগস্ট পর্যন্ত চলবে। মামলার চার্জশিটভুক্ত প্রথম ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত থেকে নোটিস দেওয়া হয়েছে বলে জানান পিপি ফরিদুল আলম। তিনি জানান, প্রতিদিন পাঁচজন করে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।

২৭ জুন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলাটির চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন। ফরিদুল আলম জানান, এ মামলায় ৮৩ জন চার্জশিটভুক্ত সাক্ষী রয়েছেন।

সর্বশেষ খবর