রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পদোন্নতির দাবি মাঠ প্রশাসনের সরকারি কর্মচারীদের

পদোন্নতির দাবি মাঠ প্রশাসনের সরকারি কর্মচারীদের

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে

চাকরিতে অবিলম্বে পদোন্নতির দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণির সরকারি মাঠ প্রশাসনের কর্মচারীরা। একই পদে দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথাও বলছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন তৃতীয় শ্রেণির কর্মচারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকাসস সভাপকি আলহাজ মো. আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মকবুলুর রহমান খান, সহসভাপতি আবদুল মান্নান মিজি, মো. মজিবর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মচারী সমিতির মহাসচিব কাজী মনিরুজ্জামান, মহাসচিব মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব শেখ হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম, যুগ্মমহাসচিব আবদুল বারেক মোল্লাসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরিজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে কাজ করছেন মাঠ প্রশাসনের ১১ হাজারের বেশি কর্মচারী। এ বৈষম্যের অবসান চেয়ে দুই দশক ধরে নানাভাবে আন্দোলন করছেন তারা। পদবি ও গ্রেড পরিবর্তনের জন্য তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বহুবার। মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছেন দীর্ঘদিন। একপর্যায়ে এ দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি নির্দেশনা দেয়, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সে নির্দেশনা বাস্তবায়ন করেনি। এদিকে সচিবালয়ে সমপদে কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন হয়েছে। ভাগ্য বদলায়নি মাঠ প্রশাসন কর্মচারীদের। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর