মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জেলেদের সহায়তা বিতরণ নিয়ে অনিয়ম বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

জেলেদের সরকারি সহায়তা বিতরণ নিয়ে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। রাজধানীর পুরানাপল্টনে সংগঠনের কার্যালয়ে বর্ধিত সভায় সারা দেশ থেকে আসা জেলেরা এ দাবি জানান। সংগঠনের সভাপতি ইসরায়েল পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের পরিচালনায় সভায় সারা দেশের জেলে প্রতিনিধিরা অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায় জেলেরা সীমাহীন কষ্টে দিন যাপন করছেন। সরকার জেলেদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছে। এসব প্রকল্পের সুবিধা প্রকৃত জেলেরা পাচ্ছেন না। প্রকৃত মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা না করেই জেলে কার্ড বিতরণ করা হয়। মাছ সংগ্রহ বন্ধ থাকাকালীন মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে ২৫ থেকে ৩০ কেজি দেওয়া হচ্ছে। তারা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে জেলেরা চাঁদা না দিয়ে মাছ ধরতে পারে না। এসব অনিয়ম বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর