রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিক্ষার সংকট উত্তরণের উপায় নিয়ে সেমিনার

নর্থসাউথ ইউনিভার্সিটর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং কাস্পাসেস, কনরাড এডেনাউয়ার স্টিফটং (কেএএস), জার্মানি যৌথ আয়োজনে ‘মহামারীকালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা : সবার জন্য শিক্ষা নিশ্চিত ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, কেএএস পরিচালক ক্রিশ্চিয়ান এসলে এবং এসআইপিজির পরিচালক অধ্যাপক তৌফিক এম. হক। সভাপতিত্ব করেন নর্থসাউথ ইউনিভার্সিটির উপ-উপচার্য্য অধ্যাপক এম ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর