রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাতীয় দ্বীনি মাদরাসা বোর্ডের সভাপতি ফরীদ উদ্দীন মাসঊদ মহাসচিব মো. আলী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত কাউন্সিলে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে বোর্ডের সভাপতি ও মহাসচিব হয়েছেন মুফতি মোহাম্মাদ আলী। ২০১৬ সালের ৭ অক্টোবর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয়। এই বোর্ডের অধীনে ৮ শতাধিক মাদরাসা রয়েছে। বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী জানিয়েছেন, কাউন্সিলে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের উপদেষ্টা পরিষদ, মজলিসে আমেলা ও মজলিসে শূরার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব  দেওয়া হয়েছে। বোর্ডের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন দারুল উলুম আযমিয়া বনশ্রীর জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আসআদ আল হুসাইনি, দিনাজপুরের হিলি মাদরাসার মাওলানা শামসুল হুদা খান, তেজগাঁও রেলওয়ে মাদরাসার মাও. মুজিবুর রহমান ও ঢাকার সাভারের মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী। এ ছাড়া মাওলানা ইয়াহইয়া মাহমুদ ও মুফতি আবুল কাসেম জ্যেষ্ট সহ-সভাপতি এবং ড. মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আবদুল বাতেন ফরিদী, মাওলানা হিফজুর রহমান, মুফতি মুমতাযুল করীম ও মাওলানা ক্বারী শামসুল হক সহ-সভাপতি হয়েছেন। সহকারী মহাসচিব হয়েছেন মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা আবদুল আলীম ফরিদী ও মাওলানা শরফুদ্দীন। সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী ও মাওলানা সদরুদ্দীন মাকনুন, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী, শিক্ষা সম্পাদক মাওলানা আরিফ উদ্দীন মারুফ, প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, তাহফীজ সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহমান।

সর্বশেষ খবর