মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গমাতা’র নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সকালে অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। সভায় তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে বঙ্গমাতার নামে করার প্রস্তাব দেন। এ সময় উপস্থিত সিন্ডিকেট সদস্যরা তাতে সর্বসম্মত হন। পরে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাটি সভায় প্রশংসিত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আরটিএম ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

এর আগে জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা’র নামে নামকরণ করার প্রস্তাব করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। একই দাবিতে ডিও লেটার (আধা সরকারিপত্র) দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর