বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুয়া পরিচালক ও উপ-পরিচালক পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- তৌহিদ কাজী ও জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান। গতকাল ডিবি সূত্র জানায়, তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল এ দুই ব্যক্তি নিজেদের দুদকের পরিচালক ও উপ-পরিচালক পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে কাকরাইলে এসএ পরিবহনের সামনে থেকে তৌহিদ ও জামানকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছেন, তারা বিভিন্ন জেলার বড় বড় ব্যবসায়ীদের নাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের নাম সংগ্রহ করেন। এরপর নিজেদের দুদকের উপ-পরিচালক ও পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেন। এখন পর্যন্ত তারা পঞ্চগড়, চট্টগ্রাম, ঝালকাঠি, শেরপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর