বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘ইকবালকে নিয়ে জজ মিয়া নাটক দেখতে চাই না’

কুমিল্লা প্রতিনিধি

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে দুই দিনব্যাপী রোডমার্চ শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সকালে রাজধানীর পল্টন মোড় থেকে যাত্রা করে রোডমার্চটি বিকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কুমিল্লার সভাপতি ইমরান জুলকারনাঈন ইমন। এ সময় বক্তারা বলেন, ‘কুমিল্লা পূজামন্ডপের ঘটনার শুরুতে ফেসবুকে লাইভ করার সুযোগ দিয়েছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এতে প্রমাণিত হয় তিনিও এ ঘটনার সঙ্গে জড়িত। তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীন হয়েছিল। আমরা কুমিল্লার ইকবালকে নিয়ে জজ মিয়া নাটক দেখতে চাই না।

কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

আরও বক্তব্য রাখেন, রোডমার্চের নেতৃত্বে থাকা বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আবদুল আলী ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন প্রমুখ।

সর্বশেষ খবর