শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু মা-বাবা হাসপাতালে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসধীন অবস্থায় গত রাতে তারা মারা যান। নিহতরা হল, লৌহ (৩) ও ইয়াসিন (৬)। একই ঘটনায় দগ্ধ হয়ে শিশু দুটির মা-বাবাসহ তিনজন ওই হাসপাতালে ভর্তি আছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চর মুক্তারপুর এলাকার জয়নাল মিয়ার ভাড়াটিয়াদের ফ্ল্যাটে গতকাল ভোররাতে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন- কাউসার, তার স্ত্রী শান্তা বেগম, তাদের দুই শিশু সন্তান ও পাসের ঘরের রিতিকা।

তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মুন্সীগঞ্জ তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা কোনোভাবে লিকেজ হয়ে গ্যাস রুমে জমেছিল। সেখান থেকে বিস্ফোরণ হতে পারে।

সর্বশেষ খবর