শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করুন

--ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। গতকাল এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, করোনাকালীন এ সময়ে অসাধু ব্যবসায়ীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য পণ্যসামগ্রী মজুদ করে রাখছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তির সীমা শতগুণ বেড়ে যাচ্ছে। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতা, কৃত্রিম অভাব সৃষ্টিকারী, মজুদদারি, মুদ্রাস্ফীতি ও কালোবাজারি ইত্যাদি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। চোরাকারবারি ও অসাধু ব্যবসায়ীরা আজ সারা দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। এ ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে।

ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন- চাল, ডাল, তেল, পিঁয়াজ, তরিতরকারি কিনতে গিয়েও সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।

সর্বশেষ খবর