শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে আদালতে বোমা বিস্ফোরণে নিহত ২

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় স্থানীয় এক আদালত চত্বরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে নিহত হয়েছেন দুজন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ লুধিয়ানার জেলা ও নগর দায়রা আদালতের ওয়াশরুমে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওয়াশরুমটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে আদালতের বাইরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুরো জায়গা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি। শুরু হয় উদ্ধারকাজ। প্রসঙ্গত, আইনজীবীদের কর্মবিরতির ফলে এদিন আদালতে তেমন মানুষ উপস্থিত ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই এড়ানো গেছে। যদিও বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি বলেছেন, লুধিয়ানায় একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগে কিছু রাষ্ট্রবিরোধী শক্তি এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে জাতীয় তদন্ত সংস্থার দুই সদস্যের এক প্রতিনিধি দল, ফরেনসিক টিম, ন্যাশনাল বোম্ব ডেটা সেন্টারের একটি টিম সবকিছু খতিয়ে দেখছিল।

সর্বশেষ খবর