শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আবদুর রাজ্জাক স্মরণে সভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান শীর্ষ সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের দশম মৃত্যুবার্ষিকীতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্মরণসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহলুল মজনুন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, রাকসুর সাবেক জিএস খন্দকার জাহাঙ্গীর কবির রানা, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস প্রমুখ। সমাপনী বক্তব্য দেন আবদুর রাজ্জাকের জ্যেষ্ঠ সন্তান নাহিম রাজ্জাক এমপি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগের দুঃসময়ে যে কয়জন নেতা দলের নেতা-কর্মীদের আশা-ভরসার জায়গা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবদুর রাজ্জাক।

সর্বশেষ খবর