বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে কাজ করছে

------- বিজিবি মহাপরিচালক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিজিবি-বিএসএফ ফ্লাগ মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি উচ্চপর্যায়ের বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা নিয়ে আলোচনা করি। এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাবের কোনো কমতি নাই। আমরা উভয় পক্ষই চাই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে।

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের বিজিবির আইসিপি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়ে বিজিবি প্রধান বলেন, আন্তর্জাতিক কিছু নিয়মকানুন আছে। এ নিয়মকানুনগুলো উভয় দেশকেই মানতে হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা ভবন নির্মাণের কাজটি করব। এ ব্যাপারে আমাদের উচ্চপর্যায়ে পত্রালাপ চলছে। আমরা কাজ করছি, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধান করা হবে।

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সড়ক পথে দুপুর সোয়া ১টায় আখাউড়া চেকপোস্টে এসে পৌঁছান।

তিনি আইসিপি ক্যাম্প, ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরে তিনি চেকপোস্টের শূন্য রেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর