শিরোনাম
সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

আমার বক্তব্য সরকার বিরোধী নয়

----------- শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘২৮ মে  আমার লেখা  ‘পুলিশ জীবনের স্মৃতি’ বইয়ের প্রকাশনা উৎসবে আমার দেয়া বক্তব্যকে কেউ কেউ সরকার বিরোধী বক্তব্য বলতে চান।  আমি পরিষ্কার করে বলতে চাই, ওটা কোন ক্রমেই সরকার বিরোধী বক্তব্য নয়। অতীতে যখন যে দলই ক্ষমতায় ছিল সে দলের অনেক নেতাকর্মীই আইনের পাশ কাটিয়ে পুলিশকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন বা করার চেষ্টা করেছেন। আমি বর্তমান ক্ষমতাসীন দলকে লক্ষ্য করে কথাগুলো বলিনি। আমি সাধারণভাবে বলেছি। পুলিশ আইনের সংস্কার প্রসঙ্গে কথাগুলো এসেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধি, কল্যাণ ও উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ নিয়েছেন তা তো ধ্রুব তারার মতো সত্য। তিনি পুলিশকে দিয়েই অপরাধের জন্য তাঁর দলের নেতাকমীদের গ্রেফতার করতে কুণ্ঠাবোধ করেন না। অন্য দল ক্ষমতায় থাকাকালীন জনগণ তো এটা দেখেনি।  আমার কথাগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে ফায়দা নেওয়ার প্রায়াস না করাই উচিত’। তিনি বলেন, পুলিশ অর্ডিন্যান্সের খসড়া ২০০৭ সালে পাঠানো হয়েছিল, ২০১৭ সালে নয়। গতকাল তিনি গণমাধ্যমে এ সব কথা বলেন।

সর্বশেষ খবর