বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

সাভারের সড়ক দুর্ঘটনার সেই চালক মারা গেছেন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সেফ লাইন বাসের চালক মারুফ  হোসেন মুন্না মারা গেছেন। দুর্ঘটনা ঘটনাস্থল থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে রাজধানীর শহীদ  সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর  শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ  চৌধুরী। নিহত ওই বাসচালক মারুফ হোসেন মুন্না চাঁদপুরের শাহরাস্তি থানার বোয়ালিয়া গ্রামের মোস্তাফা কামালের ছেলে। তিনি মিরপুর দারুস সালামের লালকুটি এলাকায় থাকতেন। প্রায় ৪ বছর ধরে গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন সৌরভ জানান, মারুফকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আনার আগেই মারা যান ।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, সেফ লাইন গাড়ির চালক ও দুর্ঘটনায় করা মামলার প্রধান আসামি মারুফ মারা গেছেন।

প্রসঙ্গত, গত রবিবার সাভারের বলিয়ারপুরে সেফ লাইন বাসের ধাক্কায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসের চালক, দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ও আরেক প্রকৌশলী নিহত হন।

সর্বশেষ খবর