স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় দেশের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেটি হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়া উপলক্ষে গতকাল সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র?্যালি শেষে স্থানীয় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আবদুল ওয়াদুদ তরফদার এ কথা বলেন। তিনি বলেন, সড়ক পথে ১৭০ কিলোমিটার দূরত্বের রাজধানীর খুব কাছের এ বন্দরটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব দ্রুতই মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং অনেক গুণ বেড়ে যাবে। এ জন্য মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলা বন্দরসহ ২১ জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক মো. শাহিনুর আলম প্রমুখ।