রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় ‘একা এক নারী’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘একা এক নারী’

নাটকের দল নাট্যচক্র মঞ্চায়ন করেছে তনিমা হামিদ অভিনীত একক নাটক ‘একা এক নারী’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এটি দলের ৫৪তম প্রযোজনা।

দারিও ফো এবং ফ্রাংকা রাম রচিত ও আবদুস সেলিম অনূদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন দেবপ্রসাদ দেবনাথ। একটি বহুতল ভবনের ফ্ল্যাটে তালাবদ্ধ নিঃসঙ্গ এক নারীর সংলাপের মাধ্যমে এই নাটকের মূল রূপরেখা বিধৃত। নিত্যদিনের গৃহস্থালি কাজ, অশ্লীল ভীতিপ্রদ ফোন, বিপরীত ফ্ল্যাটের যৌনবিষয়ে অতি উৎসাহী তরুণের সংগোপন বাইনোকুলারের দৃষ্টি, কামাতুর দেবর, আর সদাক্রন্দনরত শিশুসন্তানের মোকাবিলা করতে করতে এই নারী তার জীবনের আশা-নিরাশা, ভালোবাসার কথা আমাদের সঙ্গে ভাগাভাগি করেন। এর ভিতর তার স্বামী এবং নিজের পরকীয়ার কথাও স্থান পায়। অন্যদিকে, স্বামীর পরকীয়ায় তার কোনো প্রতিবাদের স্থান ছিল না। অথচ তার পরকীয়ার অপরাধে তাকে এই তালাবদ্ধ জীবনযাপনে বাধ্য করেন ঈর্ষাকাতর অক্ষম স্বামী। আপাতদৃষ্টে অবাস্তবতা থেকে এক শোকাবহ অভিজ্ঞতায় উত্তীর্ণ এই নিঃসঙ্গ নারীর স্বগতোক্তির সঙ্গে পুরুষের একতরফা আধিপত্য, নারীর যৌনবঞ্চনা, বাধ্যতামূলক গৃহস্থালি কর্ম, পরপুরুষের যৌন নিপীড়ন তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর