রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল দুপুরে রাজধানীর শ্যামলীতে একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ অবস্থায় আগ্রাসীভাবে নয়, বরং সব দিক বিবেচনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ডিএমপির ক্রাইম বিভাগের সদস্য, সব বিভাগের উপ-কমিশনারসহ (ডিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মোবাইলে এসএমএস এবং ওয়্যারলেসে পাঠানো হয় এ সংক্রান্ত বার্তা। ডিএমপির একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ খবর