বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অভিভাবকদের অসচেতনতায় সন্তানরা বিপথগামী হচ্ছে

সিটিটিসি প্রধান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান বলেছেন, সন্তানদের অবাধ্যতার কারণে অভিভাবকরা বাধ্য হন মোবাইল দিতে। কিন্তু তারা মোবাইলে কী করছে, কাদের সঙ্গে কথা বলছে তা জানা জরুরি। অভিভাবকদের অসচেতনতার কারণে সন্তানরা বিপথগামী হচ্ছে। সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। গতকাল দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ও শামস সন্ধ্যা ট্রাস্টের সহযোগিতায় ক্র্যাবের সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও অনুষ্ঠান পরিচালনা করেন দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু। অনুষ্ঠানে ক্র্যাবের প্রয়াত তিন সদস্যসহ ১০ সদস্যের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

সর্বশেষ খবর