রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পুলিশের মানবিকতা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা প্রায়। বৃষ্টি হচ্ছে মুষলধারে। বইছে ঝড়ো হাওয়া। বিদ্যুৎ নেই। অন্ধকারে ডুবে আছে শহর। মফস্বল শহর শ্রীমঙ্গলের নতুন বাজার সড়কে পড়ে আছেন মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারী। ব্যথায় ছটফট করছেন তিনি। বৃষ্টিতে ভিজে একাকার। এমন দৃশ্য দেখে থানায় ফোন করেন এক পথচারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির। প্রসূতি নারীকে পুলিশ ভ্যানে করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখাশোনার জন্য ২০০ টাকা দিয়ে সঙ্গে নিয়ে যান অপর এক নারীকে। ভর্র্তি করান স্বাস্থ্য কমপ্লেক্সে। মিনিট দশেক পর গাইনি ওয়ার্ড থেকে খবর আসে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয় থানার টহল টিম। পুলিশের কাছে ওই নারী শুধু তার নাম চুমকি বলতে পেরেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কামরুন নাহার বলেন, আমরা ওই নারীকে ভর্তি করে চিকিৎসা শুরু করি। পরে নরমাল ডেলিভারি হয়।

বর্তমানে মা ও শিশু উভয়েই ভালো আছেন। পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আমি গিয়ে দেখি ওই নারী ব্যথায় কাঁদছেন। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাই। তার সন্তান দেখে খুব খুশি হয়েছি। তবে মানসিক ভারসাম্যহীন এই নারী কীভাবে এই সন্তানকে লালন- পালন করবেন- ভেবে কষ্ট হচ্ছে। কোনো নিঃসন্তান দম্পতি ওই বাচ্চাটি নিয়ে গেলে ভালো হতো।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর